আবারও দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের জনবহুল রাজধানী ঢাকা। বুধবার (৮ জানুয়ারি) সকাল ৭টা ৫৩ মিনিটে একিউআই স্কোর ২২৩ নিয়ে ‘দ্বিতীয়’ অবস্থানে উঠে আসে শহরটি।
একিউআই সূচকে বলা হয়েছে, মারাত্মক স্বাস্থ্য হুমকির কথা উল্লেখ করে আজকের বাতাসকে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
ভিয়েতনামের হ্যানয়, দিল্লি ও মুম্বাই যথাক্রমে ২৮১, ২৫১ ও ২১৫ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে।
বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।
আরও পড়ুন: দূষিত বাতাসের শহরের তালিকায় বিশ্বে ‘চতুর্থ’ ঢাকা
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।